• (0)

    কিশোর কবিতা সমগ্র

    60.00

    মহাদেব সাহা

    মহাদেব সাহা আমাদের প্রিয় ও প্রধান কবিদের একজন। চার দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা কবিতাকে সমৃদ্ধ করে চলেছেন। তাঁর কবিতা সর্বদাই হৃদয়স্পর্শী ও স্বতোৎসারিত। বড়োদের পাশাপাশি তিনি ছোটোদের জন‌্যও রচনা করেছেন আশ্চর্য রূপময়, অনুপম সব কবিতা। ছোটোদের উপযোগী ভাষা, শব্দ, ছন্দ ও চিত্রকল্প নির্মাণে তাঁর দক্ষতা অসাধারণ। তিনি অপরিসীম মমতায় ছোটোদের মনের মতো করে সাজিয়ে তোলেন কবিতা। ছোটোদের চিরচেনা জগৎ তাঁর জাদুকরি কলমে নতুন প্রাণ পায়। তাদের নিয়ে যান এক অপরূপ স্বপ্নলোকে। তাঁর কবিতায় স্নিগ্ধ, নিটোল অবয়ব নিয়ে ফুটে ওটে ফুল, জেগে ওঠে পাখি, নদী, মেঘ। ফুল, পাখি, নদী, আকাশ, মুক্তিযুদ্ধ, মা ও মাতৃভাষা নিয়ে তাঁর অপূর্ব মনোমুগ্ধকর কবিতাগুলি সন্নিবেশিত হয়েছে এই সংকলনে, যেখানে শিশু-কিশোরেরা তাদের ভালোবাসার সেই স্বপ্নজগতের সন্ধান পাবে। প্রিয় কবির কিশোর কবিতা সংকলনটি কেবল শিশু-কিশোরদের সবসময়ের সঙ্গী হবে তাই নয়, বাংলা কিশোর কবিতার সংগ্রহকেও ঋদ্ধ করবে।

  • (0)

    ছোটোদের শ্রেষ্ঠ ছরা কবিতা

    125.00

    রতনতনু ঘাটী

    ছোটোরা তাঁর অসংখ্য মন-কাড়া ছড়া-কবিতা আবৃত্তি করে জিতে নেয় নানা আবৃত্তি প্রতিযোগিতায় সেরার পুরস্কার। তাই এই সংকলনটি সাজিয়ে দেওয়া হয়েছে তাঁর আগে প্রকাশিত বই এবং এখনও কোনো বইতে প্রকাশিত হয়নি এমন সব বাছাই করা আশ্চর্য-সুন্দর ছড়া-কবিতা দিয়ে।

  • (0)

    মুকুট

    80.00

    প্রাককথন নিধুভূষণ হাজরা  

    জ্ঞানদানন্দিনী দেবী সম্পাদিত বালক পত্রিকায় ১২৯২ বঙ্গাব্দের (১৮৮৫ সালে) বৈশাখ ও জ‌্যৈষ্ঠ পরপর দুটি সংখ‌্যায় প্রকাশিত হয় একটি বড়ো গল্প_মুকুট। ত্রিপুরার প্রাচীন ইতিহাসভিত্তিক এই গল্পটির লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। কবির বয়স তখন চব্বিশ। লেখার আকর সংগ্রহের অ‌ন‌্য তিনি চিঠি লেখেন ত্রিপুরার মহারাজা বীরচন্দ্র মাণিক‌্যকে। শুরু হয় এক বন্ধুতা যার তাপর্য বহুমুখী। গল্প হিসেবে ‘মুকুট’ হয়তো বিদগ্ধ পাঠককে মুগ্ধ করেব না, কিন্তু শিশুশিক্ষার উপকরণ হিসেবে এর মূল‌্য অনেক। কবির নিজের ভাষায় : ‘জীবনচরিত বা ইতিহাস হইতে বেশ ছোটো ছোটো anecdote সংগ্রহ করিয়া দিলে ছেলেদের পড়াইবার বিশেষ সুবিধা হয়।’ রবীন্দ্রনাথের অনুমান অভ্রান্ত ছিল। গল্প হিসেবে মুকুট জনপ্রিয় হয় এবং ১৯০৮ খ্রিস্টাব্দে কবি এর নাট‌্যরূপ দেন। উদ্দেশ‌্য ছিল ব্রহ্মচর্যাশ্রমের বালকদের দিয়ে সে-নাটকের অভিনয় করানো। এই গ্রন্থে ‘মুকুট’-এর গল্প ও নাট‌্য_উভয় রূপই সংকলিত হল আজকের ছেলেমেয়েদের ‘ত‌্যাগের বীর্যের অধ‌্যবসায়ের ধর্ম্মনিষ্ঠার সত‌্যপরায়ণতার’ মন্ত্রে দীক্ষিত করতে।