অটিজম যার অভিধানিক অর্থ বহির্বিমুখতা, এক বিশেষ প্রকার মানসিক প্রতিবন্ধকতা। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘lifelong spectrum/developmental disorder’। অটিজম আজ এতটাই ভয়াবহ যে, প্রতিবছর ৩ এপ্রিল বিশ্ব অটিজম দিবস হিসেবে পালিত হচ্ছে। যেহেতু, অটিজম কোনো রোগ নয়, রোগাবস্থা এর কোনো চিকিৎসা নেই। এই গ্রন্থে শুধুই অটিজম কী? কেন? কোথায়?_এই প্রশ্নগুলির বিজ্ঞাননিষ্ঠ উত্তর খোঁজা হবে না, আলোচিত হবে এ-সংক্রান্ত দর্শন, সমাজতত্ত্ব ও নির্মাণ প্রক্রিয়া। শুধুমাত্র বিশেষ প্রশিক্ষণ দিয়েই কোনো অটিস্টিক শিশুকে সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনা যায় বা ফিরিয়ে আনার চেষ্টা করা যায়। এই বই বাংলা ভাষায় সেই চেষ্টারই এক প্রামাণ্য দলিল।
সব্যসাচী পড়ুয়ার জন্ম ১৯৬০ খ্রিস্টাব্দের ১৪ এপ্রিল পূর্ব মেদিনীপুরের ডিকাশিমপুর গ্রামে। বিদ্যুৎবাহিনীর সদস্য তাঁর বাবা ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন ’৪২-এর ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে। সেই সুবাদে স্বাধীনতার পরে জন্মেও সব্যসাচী বড়ো হয়েছেন সংগ্রামী আবহাওয়ার মধ্যে। লেখক হিসেবে আত্মপ্রকাশ ১৯৭৫-এ। শারদীয় উপত্যকাই প্রথম ছাপে তাঁর কবিতা। ২০০০ খ্রিস্টাব্দ থেকে এই সময় অবধি কলকাতা ও পশ্চিমবঙ্গের অগ্রণী দৈনিক ও সাময়িক পত্রিকাগুলিতে লিখে চলেছেন অক্লান্তভাবে। মানসবিকল শিশুদের নিয়ে তাঁর নির্দেশিত তথ্যচিত্র ‘চাইছি তোমার বন্ধুতা’ ২০০৫-এ সম্প্রচারিত হয় কলকাতা দূরদর্শনে। বর্তমানে কর্মরত দক্ষিণ-পূর্ব রেলের সদরদপ্তরে। নেশা অরণ্যভ্রমণ ও নিভৃত আলাপচারিতা।
Reviews
There are no reviews yet.