চির কুয়াশার দেশে

200.00
admin

সৌম‌্য ভট্টাচার্য

দাদুর বাড়ির বাগানে পুকুর থেকে উঠে আসা একটা বুড়ো বটগাছ। জলের নীচে তার হাঁ-করা ফোকর গলে দুই বোন ডোরা আর ডোনা_তাদের দুই বন্ধু মিতুল ও নীলুর সঙ্গে_আচমকাই পৌঁছে যায় চির কুয়াশার এক দেশে। সর্বনেশে সে-দেশে অত‌্যাচারী মকররাজ খোক্কোসদের বিষাক্ত রাজ‌্যপাট কায়েম করে রেখেছে সেনাপতি কালাপাহাড়ের নির্মম অত‌্যাচার আর ন‌্যায়াধীশ শেয়ালপণ্ডিতের ধূর্ত কারসাজিতে। যক্ষপুরীতে গোপন কক্ষে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তারাই বন্দি করে রাখে বাংলা মাকে।বাচ্চাদের ওপরেই পড়ে আবহমান বঙ্গের স্তন‌্যদায়িনী সেই মায়ের ভাঙা বুক জোড়া লাগানোর ভার। বাথুয়া_এক সুবিশাল র‌য়‌্যাল বেঙ্গল টাইগার_সহায় হয় তাদের। সঙ্গী হয় লক্ষ্মীপ‌্যাঁচা সুষমা, সনাতন ভোঁদড়, কুমির-গিন্নি, ছুচোঁ, ইঁদুর, এমনকী বনের আর সব পশুপাখিও। কিন্তু ছোটো ছোটো এই চারটি ছেলে-মেয়ে কি পারবে মকররাজের পরাক্রান্ত সাম্রাজ‌্যের ভিত টলিয়ে দিতে? রবীন্দ্রনাথের রাখিসংগীতেই কি আছে সেই জাদুশক্তি যা চির কুয়াশাময়, হতাশ সে-দেশে নিয়ে আসবে আশার নতুন আলো? বাংলার চিরকালীন রূপকথা আর শিশুসাহিত‌্যের নির্যাস নিয়ে লেখা এক আশ্চর্য উপন‌্যাস, যা একইসঙ্গে ফ‌্যান্টাসি, স‌্যাটায়ার, আবার ব‌্যাপ্ত ক‌্যানভাসে আঁকা দুর্ধর্ষ, রুদ্ধশ্বাস অ‌্যাডভেঞ্চারও।

SKU: 9789384346553 Categories: ,

সৌম‌্য ভট্টাচার্য

দাদুর বাড়ির বাগানে পুকুর থেকে উঠে আসা একটা বুড়ো বটগাছ। জলের নীচে তার হাঁ-করা ফোকর গলে দুই বোন ডোরা আর ডোনা_তাদের দুই বন্ধু মিতুল ও নীলুর সঙ্গে_আচমকাই পৌঁছে যায় চির কুয়াশার এক দেশে। সর্বনেশে সে-দেশে অত‌্যাচারী মকররাজ খোক্কোসদের বিষাক্ত রাজ‌্যপাট কায়েম করে রেখেছে সেনাপতি কালাপাহাড়ের নির্মম অত‌্যাচার আর ন‌্যায়াধীশ শেয়ালপণ্ডিতের ধূর্ত কারসাজিতে। যক্ষপুরীতে গোপন কক্ষে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ তারাই বন্দি করে রাখে বাংলা মাকে।বাচ্চাদের ওপরেই পড়ে আবহমান বঙ্গের স্তন‌্যদায়িনী সেই মায়ের ভাঙা বুক জোড়া লাগানোর ভার। বাথুয়া_এক সুবিশাল র‌য়‌্যাল বেঙ্গল টাইগার_সহায় হয় তাদের। সঙ্গী হয় লক্ষ্মীপ‌্যাঁচা সুষমা, সনাতন ভোঁদড়, কুমির-গিন্নি, ছুচোঁ, ইঁদুর, এমনকী বনের আর সব পশুপাখিও। কিন্তু ছোটো ছোটো এই চারটি ছেলে-মেয়ে কি পারবে মকররাজের পরাক্রান্ত সাম্রাজ‌্যের ভিত টলিয়ে দিতে? রবীন্দ্রনাথের রাখিসংগীতেই কি আছে সেই জাদুশক্তি যা চির কুয়াশাময়, হতাশ সে-দেশে নিয়ে আসবে আশার নতুন আলো? বাংলার চিরকালীন রূপকথা আর শিশুসাহিত‌্যের নির্যাস নিয়ে লেখা এক আশ্চর্য উপন‌্যাস, যা একইসঙ্গে ফ‌্যান্টাসি, স‌্যাটায়ার, আবার ব‌্যাপ্ত ক‌্যানভাসে আঁকা দুর্ধর্ষ, রুদ্ধশ্বাস অ‌্যাডভেঞ্চারও।

Reviews

There are no reviews yet.

Be the first to review “চির কুয়াশার দেশে”

Your email address will not be published. Required fields are marked *

Vendor Information

  • Address:
  • 4.57 rating from 7 reviews