মধুসূদন থেকে শুরু করে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় পর্যন্ত কবিদের_জন্মগ্রহণের ক্রমানুসারে_কবিতা বিন্যস্ত হল সংকলনটিতে। দুই শতাধিক কবির পাঁচশো কবিতায় সমৃদ্ধ সংকলনটিকে বাংলা কবিতা বিবর্তনের একটি সংক্ষিপ্ত রূপরেখাও বলা যেতে পারে। যদিও সেই ব্যাপ্ত বিকাশের প্রতিটি পর্ব, বাঁক, অনিশ্চয় অভিঘাত, পরিবর্তনশীল প্রাকরণিক বিন্যাস ও ছন্দ ভাঙা-গড়ার দুঃসাহসিকতা বিশ্বস্তভাবে এ সংকলনে তুলে ধরা গেল কি না তা পাঠকই বিচার করবেন। সংকলনটির সঙ্গে প্রদত্ত অডিও সিডিতে পরিবেশিত হল এ বই থেকেই নির্বাচিত ২১টি কবিতার আবৃত্তি। এ ছাড়াও সংযোজিত হয়েছে কবিদের অতি সংক্ষিপ্ত পরিচিত এবং বহু আবৃত্তিসংস্থার পরিচয়।
মেঘ বসু
কবিতাই মেঘের প্রথম ও শেষ প্রেম। শুধু কবিতার নিমগ্ন পাঠেই নয়, তার অনুভবী উচ্চারণেও মেঘ খুঁজে নেন বোধের শুদ্ধতা। কবিতার পাশাপাশি লেখেন উপন্যাস, ছোটোগল্প ও চিত্রনাট্য। সম্পাদনা করেছেন ‘হে প্রেম’_একশো কবির একশো প্রেমের কবিতার একিট দুর্লভ সংগ্রহ। ২০১২-তে প্রকাশিত মায়াবী রাবণ মেঘের প্রথম কাব্যগ্রন্থ।
Reviews
There are no reviews yet.